Monday , 15 July 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
বিজয় দিবসে সিলেট জেলা ও মহানগর আ.লীগের আলোচনা সভা
প্রেরিত ছবি

বিজয় দিবসে সিলেট জেলা ও মহানগর আ.লীগের আলোচনা সভা

সিলেট ব্যুরো : মহান বিজয় দিবসে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে জেলা পরিষদ মিলনায়তনে দুপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন। এসময় উপস্থিত ছিলেন আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, সৈয়দা জেবুন্নেছা হক, আলহাজ্ব আশফাক আহমদ, এডভোকেট নিজাম উদ্দিন পিপি, এডভোকেট রাজ উদ্দিন আহমেদ জিপি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, হুমায়ূন ইসলাম কামাল, বিজিত চৌধুরী, এডভোকেট শাহ মোঃ মশাহিদ আলী, মোহাম্মদ আলী দুলাল, নুরুল ইসলাম পুতুল, এডভোকেট খোকন কুমার দত্ত, হাজী রইছ আলী, বীর মুক্তিযোদ্ধা সাদ উদ্দিন আহমেদ, এডভোকেট মাহফুজুর রহমান, আব্দুর রহমান জামিল, কবির উদ্দিন আহমদ, হাজী ফারুক আহমেদ, ডাঃ আরমান আহমদ শিপলু, এডভোকেট গোলাম সোবহান চৌধুরী দীপন, মস্তাক আহমদ পলাশ, হাজী মইনুল ইসলাম, আখলাকুর রহমান চৌধুরী সেলিম, এডভোকেট আজমল আলী, জামাল আহমদ চৌধুরী, সৈয়দ মিসবাহ উদ্দিন, এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, আব্দুস সোবহান, নাজমুল ইসলাম এহিয়া, মোঃ সানোয়ার, শহিদুর রহমান শাহীন, আমাতুজ জোহরা জেবিন, শমশের জামাল, মজির উদ্দিন, এডভোকেট মনসুর রশীদ, এডভোকেট দিলওয়ার আল আজহার, এডভোকেট জাহিদ সরোয়ার সবুজ, ডাঃ নাজরা চৌধুরী, শাহিদুর রহমান চৌধুরী জাবেদ, সিলেট জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামীম রশীদ চৌধুরী, সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীদার, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমেদ কয়েস, জেলা তাঁতী লীগের সদস্য সচিব আলমগীর হোসেন।
অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক লীগের সভাপতি প্রকৌশলী এজাজুল হক, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাজমুল আলম রোমেল, জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, মহানগর তাঁতী লীগের আহ্বায়ক নোমান আহমদ, জেলা তাঁতী লীগের সদস্য সচিব সুজন দেবনাথ, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার ও সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ৪৯ বছর আগে এই দিনে বিশ্বের মানচিত্রে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় বাঙালি জাতিকে এনে দিয়েছিল আত্মপরিচয়ের ঠিকানা। আজ কৃতজ্ঞ জাতি সশ্রদ্ধ বেদনায় স্মরণ করে দেশের বীর সন্তানদের।একাত্তরের ৭ই মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’বলে জাতিকে লড়াইয়ের ডাক দিয়েছিলেন। সেই সোহরাওয়ার্দী উদ্যানেই পরাজয় মেনে নিয়ে আত্মসমর্পন করেছিলো পাক হানাদারবাহিনী।
এবারের বিজয় দিবস এসেছে ভিন্ন এক প্রেক্ষাপটে। ২০২০ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং সামনের বছর ২০২১ সালে স্বাধীনতা অর্জনের সুবর্ণজয়ন্তী পালন করবে বাংলাদেশ। কিছু দিন আগে বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে আমরা পদ্মাও বিজয় করেছি। এর আগে সকাল ১০টায় সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্বাঞ্জলি অর্পন করেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

About Syed Enamul Huq

Leave a Reply