Sunday , 4 June 2023
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) কটুক্তির প্রতিবাদে নাঙ্গলকোটে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি :
হযরত মুহাম্মদ (সাঃ) ও মা আয়েশাকে নিয়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মুখপাত্র নুপুর শর্মাসহ দুই নেতার কটুক্তির প্রতিবাদে কুমিল্লার নাঙ্গলকোটের চাঁন্দগড়া মিয়ার বাজার তৈৗহিদী জনতার উদ্যোগে ৮ জুন বুধবার বিকালে শত-শত ধর্মপ্রাণ মুসলমানের অংশগ্রহণে মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, চান্দাইশ আলহাজ¦ অলিমিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা খলিলুর রহমান, অরবী প্রভাষক কাজী মাওলানা মোজাম্মেল হক জিহাদী মিলন, বিষ্নপুর জামে মাসজিদের ইমাম মাওলানা নেয়ামত উল্লাহ, চাঁন্দগড়া মিয়ার বাজারের ব্যবসায়ী নজরুল ইসলাম ভূঁইয়া, আব্দুল করিম, নজরুল ইসলাম, সাইফুল ইসলাম, মাওলানা তোফায়েল, মোহাম্মদ গোফরান প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা রাসূল (সাঃ) ও মা আয়েশাকে নিয়ে কটুক্তির তীব্র নিন্দা জানান এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে রাষ্ট্রিয় ভাবে জোর প্রতিবাদের দাবী জানান।

About Syed Enamul Huq

Leave a Reply