Wednesday , 11 December 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
বেশ ভালোই খেলা চলছে : প্রধানমন্ত্রী
--সংগৃহীত ছবি

বেশ ভালোই খেলা চলছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক:

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেছেন, ‘যারা মানুষ মেরে ভীতি সৃষ্টি করে নির্বাচন বানচাল করতে চায়, তারা তো ২০১৩ ও ২০১৪-তেও এটি পারেনি। তাহলে আবার কেন এই আগুনে পোড়ানো। বেশ ভালোই খেলা চলছে। একজন লন্ডনে বসে হুকুম দেয় আর এখানে তার কিছু চ্যালা আছে আগুন দেয়।

আজ বুধবার সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। নির্বাচনী প্রচারণায় অংশ নিতে বেলা সাড়ে ১১টার দিকে তিনি সিলেট গেছেন।

গতকাল মঙ্গলবার ট্রেনে অগ্নিসংযোগের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘তাদের (বিএনপি) বোঝা উচিত এ দেশের মানুষ নির্বাচন চায়, ভোট দিতে চায়।

তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা আমরা নেবই।’প্রধানমন্ত্রী বলেন, ‘নির্বাচন করতে না চাইলে করবে না, কিন্তু আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা, সরকারি সম্পত্তি নষ্ট করা তো সন্ত্রাসী কাজ, জঙ্গিবাদী কাজ। বিএনপি-জামায়াত জোট মিলে সে কাজ করে যাচ্ছে।’

প্রচারণায় কী বার্তা দেওয়া হবে এ প্রসঙ্গে সাংবাদিকরা জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, ‘আমার তো বার্তা একটাই- দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো। আমরা নির্বাচনী প্রচারকাজ শুরু করেছি, আজ সিলেটে এসেছি।

শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় এলে জনগণের কল্যাণ হয়। ২০০৯ সালে সরকার গঠন করেছি। বাংলাদেশের জনগণ ২০১৪, ২০১৮ সালে আমাদের ভোট দিয়ে নির্বাচন করেছে। সিলেটে কিন্তু এখন ভূমিহীন, গৃহহীন মানুষ নাই। প্রত্যেকটা ভূমিহীন, গৃহহীন মানুষকে আমরা ঘর করে দিতে পেরেছি। মানুষের যে মৌলিক চাহিদা সেগুলো আমরা পূরণ করতে পেরেছি। মানুষ যদি ৭ জানুয়ারি আওয়ামী লীগকে ভোট দেয়, তাহলে পুরো বাংলাদেশটাকে আমরা উন্নত ও সমৃদ্ধ করব।’

About Syed Enamul Huq

Leave a Reply