Friday , 29 March 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
বোয়ালমারীতে কবি নাজমুল হক নজীরের ৬৬ তম জন্মবার্ষিকী পালিত

বোয়ালমারীতে কবি নাজমুল হক নজীরের ৬৬ তম জন্মবার্ষিকী পালিত

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :ফরিদপুরের বোয়ালমারীতে শ্লোগানের কবি খ্যাত নাজমুল হক নজীরের ৬৬ তম জন্মবার্ষিকী শুক্রবার (২৫ সেপ্টেম্বর) পালিত হয়েছে। যথাযোগ্য মর্যাদায় উপজেলার গুনবহা গ্রামে নিজ বাড়ির আঙ্গিনায় কবির সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান। দিনের প্রহরে কবি পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন কবির দুই ছেলে প্রভাষক সাইফুল্লাহ নজীর মামুন ও প্রভাষক শহীদুল্লাহ নজীর মাসুদ। এ সময় অন্যান্যের মধ্যে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন বোয়ালমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন, আলফাডাঙ্গা উপজলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান, কবি নজীর একাডেমীর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কবির আহমেদ লিনজু, বোয়ালমারী ও আলফাডাঙ্গা প্রেসক্লাব প্রমুখ। পরে দুপুরে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।উল্লেখ্য, কবি এবং সাংবাদিক নাজমুল হক নজীর জেলার আলফাডাঙ্গা উপজেলার শিয়ালদি গ্রামে ১৯৫৫ সালের ২৫ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি মারা যান ২০১৫ সালের ২৩ নভেম্বর। এ পর্যন্ত তার মোট ৯ টি কাব্যগ্রন্থ, তিনটি ছড়াগ্রন্থ, একটি ইতিহাসগ্রন্থ, মৃত্যু পরবর্তী আরো তিনটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। একটি গ্রন্থ তিনি সম্পাদনা করেন। তিনি নিজ নামে প্রকাশিত পাক্ষিক ‘নজীর বাংলা’ পত্রিকার প্রধান সম্পাদক ছিলেন।

About Syed Enamul Huq

Leave a Reply