Thursday , 25 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
বোয়ালমারীতে করোনায় স্ত্রীর পাঁচদিন পর স্বামীর মৃত্যু

বোয়ালমারীতে করোনায় স্ত্রীর পাঁচদিন পর স্বামীর মৃত্যু

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের বোয়ালমারীতে করোনায় স্ত্রীর মৃত্যুর পাঁচ দিন পর মারা গেলেন করোনা আক্রান্ত স্বামীও। 
জানা যায়, উপজেলার চতুল ইউনিয়নের হাসামদিয়া গ্রামের হাসামদিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক অতুল চন্দ্র মণ্ডল (৭০) করোনা আক্রান্ত হয়ে শুক্রবার দুপুরে মারা যান। এর আগে গত ২৬ জুন তার স্ত্রী ঝর্ণা রানী মণ্ডল করোনায় আক্রান্ত হয়ে ঢাকার বারডেম হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এনিয়ে গত কয়েকদিনে বোয়ালমারী উপজেলায় করোনা আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হল। 
এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান বলেন, উপজেলায় করোনা শনাক্ত এবং মৃত্যুর সংখ্যা কোনটিই থামছে না। এই মুহূর্তে বোয়ালমারী উপজেলায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা প্রায় ২শ জন। 
উল্লেখ্য, বোয়ালমারীতে করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় গত ২১ জুন হতে স্থানীয়ভাবে পৌর সদরে কঠোর বিধি-নিষেধ আরোপ করা হয়। পরবর্তী তিনদিন চলে সারাদেশের সাথে লকডাউন। এরপর গত ১ জুলাই থেকে চলছে সর্বাত্মক লকডাউন। উপজেলায় টানা ১২ দিন লকডাউন চলার পরও কমছে না মৃত্যু আর শনাক্তের সংখ্যা।

About Syed Enamul Huq

Leave a Reply