Tuesday , 28 March 2023
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
বোয়ালমারীতে নৌকা ও নির্বাচনী অফিস পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

বোয়ালমারীতে নৌকা ও নির্বাচনী অফিস পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার ৬নং ওয়ার্ডের রেলগেট এলাকায় বুধবার (১৪ জানুয়ারী) গভীর রাতে উপরে টানানো নৌকা ও ৪নং ওয়ার্ডের খা বাড়ি মোড়ে আ’লীগ প্রার্থীর নির্বাচনী অফিস আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। সরেজমিন ঘুরে জানা যায়, পৌরসভার ৪নং ওয়ার্ডের খা বাড়ি মোড়ে বুধবার রাতে নির্বাচনী অফিসে দায়িত্ব থাকা নেতা কর্মীরা বাড়িতে চলে গেলে দুর্বৃত্তরা গভীর রাতে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। অপরদিকে একই রাতে ৬নং ওয়ার্ডের ছোলনা রেলগেট এলাকায় উপরে টানানো নৌকা আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। পুড়ানোর খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ, সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক ও থানা অফিসার ইনচার্জ মো.নুরুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। থানা অফিসার ইনচার্জ মো. নুরুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পায়নি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

About Syed Enamul Huq

Leave a Reply