Thursday , 25 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
বোয়ালমারীতে যুব উন্নয়ন অধিদপ্তরের মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন
Exif_JPEG_420

বোয়ালমারীতে যুব উন্নয়ন অধিদপ্তরের মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন

 বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ ‘টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়াং পিপল অব বাংলাদেশ’ শীর্ষক কারিগরি সহায়তা প্রকল্পের আওতায় আইসিটি ট্রেনিং ভ্যানের মাধ্যমে ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় এক মাস মেয়াদি প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়।  
যুব উন্নয়ন অধিদপ্তরের প্রধান কার্যালয়ের টেকাব প্রকল্প কর্তৃক আয়োজিত এবং বোয়ালমারী উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ। মঙ্গলবার (১ ডিসেম্বর) বেলা বারোটায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের ফরিদপুর কার্যালয়ের উপ-পরিচালক এ এস এম মঈনূল আহসান, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ কে এম মাসুদুল হাসান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রহিম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইসমত কাদির সেলিম। অংশগ্রহণকারীদের পক্ষ থেকে শিক্ষার্থী জান্নাতি নূর সুমাইয়া বক্তব্য রাখেন। 
মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে ৬০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে। এদের আইসিটি ভ্যানের মাধ্যমে প্রতি ব্যাচে ১৫ জন করে প্রতিদিন চারটি ব্যাচে ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত কম্পিউটার প্রশিক্ষণ দেয়া হবে।

About Syed Enamul Huq

Leave a Reply