Monday , 15 July 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

বোয়ালমারীতে শিশু ধর্ষণের চেষ্টায় থানায় মামলা আটক ১

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের বোয়ালমারীতে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রবিবার (১৪ মার্চ) থানায় মামলা করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার রূপাপাত ইউনিয়নের রূপাপাত (বণিকপাড়া) বাজারে ছয় ও চার বছর বয়সী দুই বোন শনিবার বেলা ১২টার দিকে মনোরঞ্জন দত্তের ছেলে রাজীব দত্তের মুদির দোকানে বিস্কুট ও চকলেট কিনতে যায়। এ সময় দোকান মালিক রাজীব ৬ বছর বয়সী শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। বাড়িতে ফিরতে দেরি হওয়ায়  শিশুটির মা খোঁজাখুঁজির এক পর্যায়ে ওই দোকানে আসলে ধর্ষণচেষ্টাকারী রাজীব শিশুটিকে ছেড়ে দেয়।
শিশুটির মা বাদী হয়ে রবিবার সকালে ধর্ষণের চেষ্টা করার অপরাধে নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০, সংশোধনী ২০০৩ এর ৯(৪)(খ) ধারায় বোয়ালমারী থানায় মামলা করেছেন। মামলা নম্বর ৭।
এ ব্যাপারে বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, শিশুটির মা ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেছেন। আসামী রাজীবকে গ্রেফতার করে রবিবার দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

About Syed Enamul Huq

Leave a Reply