Thursday , 25 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
বোয়ালমারীতে স্থানীয় সরকারের যুগ্মসচিবের মতবিনিময়

বোয়ালমারীতে স্থানীয় সরকারের যুগ্মসচিবের মতবিনিময়

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :
স্থানীয় সরকার, ঢাকা বিভাগের পরিচালক (যুগ্মসচিব) ড. মো. আমিনুর রহমান ফরিদপুরের বোয়ালমারী উপজেলার স্থানীয় জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, উন্নয়ন মানে জনদুর্ভোগ লাঘব করা। আপনাদের প্রথমেই দুটি কাজ করতে হবে-জনদুর্ভোগ কমানো এবং ন্যায়বিচার করা। আপনারা কখনো নীতি বিসর্জন দিবেন না। ভালো উদ্দেশ্য এবং ভালো নিয়ত নিয়ে কাজ করবেন। 
ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলা পরিষদের সকল জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সাথে উপজেলা পরিষদ হলরুমে বুধবার বেলা সাড়ে ১২ টায় স্থানীয় সরকার, ঢাকা বিভাগের পরিচালক (যুগ্মসচিব) ড. মো. আমিনুর রহমানের মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন। 
উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুর রশীদ, স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান। 
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ। 
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,পৌর মেয়র মো. মোজাফফর হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক, ময়না ইউনিয়নের চেয়ারম্যান নাসির মো. সেলিম, পরমেশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আলম মিনা মুকুল, গুনবহা ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট সিরাজুল ইসলাম প্রমুখ। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা পরিষদের কর্মকর্তা ও পৌর কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।

About Syed Enamul Huq

Leave a Reply