Sunday , 13 October 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
খুলনায় মাউশির উপ-পরিচালকের স্বামীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা

খুলনায় মাউশির উপ-পরিচালকের স্বামীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা

খুলনা প্রতিনিধি: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর খুলনা অঞ্চলের ডিডি ম্যাডাম এর স্বামীকে শুক্রবার রাত ৮ টার দিক নিজ বাড়িতে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইলিয়াস হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত অরুণ কুমার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের খুলনা অঞ্চলের উপ-পরিচালক নিভা রানী পাঠকের স্বামী এবং বেনপাটি গ্রামের কিরণ চন্দ্র রায়ের ছেলে। পুলিশ ও নিহতের স্বজনরা জানান, অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক অরুণ কুমার শুক্রবার রাতে নিজ বাড়িতে অবস্থানকালে অজ্ঞাত দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে গলাকেটে হত্যা করে পালিয়ে যায় ।পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ওসি মোঃ ইলিয়াস  হোসেন জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো জানা যায়নি। পূর্ব শত্রুতার জের ধরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পলিশ হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনের চেষ্টা চালাচ্ছে।

About Syed Enamul Huq

Leave a Reply