Wednesday , 11 September 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
বোয়ালমারীতে পূজামন্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক

বোয়ালমারীতে পূজামন্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। রবিবার রাত ৯টায় উপজেলার সাতৈর ইউনিয়নের কুন্ডু রামদিয়া সম্প্রতি ক্ষতিগ্রস্ত পূজামন্ডপ পরিদর্শনকালে জেলা প্রশাসক বলেন, বর্তমান সরকার নির্ভয়ে উৎসব পালনের জন্য সব ধরনের নিরাপত্তা মূলক ব্যবস্থা নিয়েছেন। নির্ভয়ে আপনাদের ধর্ম আপনারা পালন করেন। জেলা প্রশাসন এবং সরকার আপনাদের পাশে সার্বক্ষণিক রয়েছে । এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ, ফরিদপুর জেলা প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, হিন্দু মহাজোটের কেন্দ্রীয় সহ-সভাপতি সুবাস সাহা, সাতৈর ইউনিয়নের চেয়ারম্যান মো. মজিবর রহমান, থানার ওসি তদন্ত আবুল খায়ের মিয়া প্রমুখ।

About Syed Enamul Huq

Leave a Reply