Friday , 29 March 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

বোয়ালমারীতে প্রতিবন্ধি ভাতা দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ মহিলা ইউপি সদস্যের স্বামীর বিরুদ্ধে

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের ১,২,৩ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য নাসিমা বেগমের স্বামী মো. রেজাউল মোল্যার নামে প্রতিবন্ধি ভাতা দেওয়ার কথা বলে শারিরীক প্রতিবন্ধি মো. নজরুল ইসলামের নিকট থেকে ৯ হাজার টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই প্রতিবন্ধি নজরুল ইসলাম মঙ্গলবার সন্ধ্যায় (২,মার্চ) থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ৪ বছর আগে মহিলা মেম্বর নাসিমা বেগমের স্বামী মো. রেজাউল মোল্যা প্রতিবন্ধি ভাতার কার্ড দেওয়া কথা বলে শারিরীক প্রতিবন্ধি রানীদোলা গ্রামের নজরুল ইসলামের নিকট থেকে ৯ হাজার টাকা নেয়। টাকা নেওয়ার পর থেকে ভাতার কার্ড দিব দিব বলে ঘুরিয়ে আসছে। টাকাও দেয় না ভাতার কার্ডও দেয় না। এ ব্যাপারে মো. রেজাউল মোল্যা টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, আমি টাকা নিয়েছিলাম কার্ড দেওয়া কথা বলে। এতো দিন কার্ড দিতে পারিনি। তাই এই মাসের (মার্চ) ২৫ তারিখে টাকা ফেরত দিতে চেয়েছি। এসআই কামরুল হোসেন বলেন,প্রতিবন্ধি ভাতা দেওয়া কথা বলে টাকা নেওয়ার অভিযোগ পেয়েছি রেজাউল মোল্যার নামে। খতিয়ে দেখা হচ্ছে সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ময়না ইউপি
চেয়ারম্যান নাসির মো. সেলিমের মুঠোফোনে ফোন দিলে তিনি বলেন, মিটিংয়ে আছি আমি পরে কথা বলবো।

About Syed Enamul Huq

Leave a Reply