Saturday , 14 December 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ব্যাটারিচালিত রিকশা নিয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন
--ফাইল ছবি

ব্যাটারিচালিত রিকশা নিয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন

অনলাইন ডেস্কঃ
ঢাকা মহানগরীতে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ অথবা বিধিনিষেধ আরোপে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। সোমবার এই আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমি। আজই আবেদনটির শুনানি হতে পারে বলে জানিয়েছেন তিনি।ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধে বা বিধিনিষেধ আরোপে ব্যবস্থা নিতে গত ১৯ নভেম্বর নির্দেশ দেন হাইকোর্ট।

গত ১৯ নভেম্বর ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশার চলাচল বন্ধের নির্দেশনার পাশাপাশি রুল জারি করেন বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ। ২০১৪ সালের ৩ জুলাই হাইকোর্টের রায় এবং আদেশের পরও ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশার চলাচল সীমিত বা বন্ধে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত এবং বেআইনি ঘোষণা করা হবে না জানতে চাওয়া হয় রুলে।সেই সঙ্গে বিদ্যুৎ সাশ্রয়ে ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজ বা চার্জ দেওয়া হয় এমন জায়গার অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তা-ও জানতে চাওয়া হয়।
স্থানীয় সরকার সচিব, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজি), ঢাকার জেলা প্রশাসক, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক, ঢাকা মহানগর পুলিশের কমিশনার, ট্রাফিক বিভাগের দুই যুগ্ম কমিশনারকে রুলের জবাব দিতে বলা হয়।
হাইকোর্টে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী। রিটের ফাইলিং ল’ইয়ার ছিলেন ব্যারিস্টার তাহসিনা তাসনিম মৃদু। রাষ্ট্র পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী ও আখতার হোসেন মো. আবদুল ওয়াহাব।হাইকোর্টের আদেশের পর ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘ঢাকা মহানগরীতে যত্রতত্র অননুমোদিত ব্যাটারি চালিত রিকশার ফলে নানা দুর্ঘটনা ঘটছে।

About Syed Enamul Huq

Leave a Reply