Monday , 15 July 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

ব্রাহ্মণবাড়িয়ায় অর্ধশত লোকের করোনা ভাইরাস শনাক্ত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলায় ১৫ জনসহ জেলায় নতুন ৫০জন লোকের করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে।

এখন পর্যন্ত জেলায় এন্টিজেন ও পিসিআর ল্যাবের রিপোর্টে সর্বশেষ ৩১৭৪ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

এখন পর্যন্ত জেলায় ২৭৯৬ জন করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করেন।

সর্বশেষ জেলায় ৫০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।

সোমবার (১২ এপ্রিল) সকালে জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ নিশ্চিত করেন।

গতকালের ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন রেফারেল সেন্টার পিসিআর ল্যাবের ২৩০ টি রিপোর্টে ৪৩ জন ও  ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের র‍্যাপিড এন্টিজেন ল্যাবের ৫২ টি রিপোর্টে ০৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। সর্বশেষ জেলায় নতুন ৫০ জন শনাক্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ১৫ জন, সরাইল উপজেলায় ০৬ জন ও নবীনগর উপজেলায় ০৯ জন, আখাউড়া উপজেলায় ০৭ জন, আশুগঞ্জ উপজেলায় ০৭ জন, কসবা উপজেলায় ০৫ জন ও বিজয়নগর উপজেলায় ০১ জন ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে।

সর্বশেষ জেলায় ৩১২৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ১৩৪২ জন, আখাউড়া উপজেলায় ২৪০ জন, বিজয়নগর উপজেলায় ৯২ জন, নাসিরনগর উপজেলায় ১১৫ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ১৯৪ জন, নবীনগর উপজেলায় ৪৫৬ জন, সরাইল উপজেলায় ১৬৯ জন, আশুগঞ্জ উপজেলায় ২৭০ জন ও কসবা উপজেলায় ২৯৯ জন করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

সর্বশেষ জেলায় ২৭৮৭ জন রোগী করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ১১৫৪ জন, আখাউড়া উপজেলায় ২০১ জন, বিজয়নগর উপজেলায় ৮১ জন, নাসিরনগর উপজেলায় ১১১ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ১৬৮ জন, নবীনগর উপজেলায় ৪২৫ জন, সরাইল উপজেলায় ১২৭ জন, আশুগঞ্জ উপজেলায় ২৪৮ জন ও কসবা উপজেলায় ২৮১ জন সুস্থ হয়েছে।

সর্বশেষ ব্রাহ্মণবাড়িয়ায় ৫০জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। যার মধ্যে সদর উপজেলায় ১৮ জন, আখাউড়া উপজেলায় ১০ জন, বিজয়নগর উপজেলায় ০২ জন, নাসিরনগর উপজেলায় ০২ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ০৩ জন, নবীনগর উপজেলায় ১২ জন, সরাইল উপজেলায় ০১ জন ও কসবা উপজেলায় ০২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।

এখন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় কোভিড ভ্যাকসিনের জন্য রেজিষ্ট্রেশন হয়েছে ৭৯৮৮২ জন। এখন পর্যন্ত কোভিড ভ্যাকসিন নিয়েছেন ৬৫৯৬৫ জন।

উল্লেখ্য ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত ৩১৭৪জন আক্রান্তের মধ্যে ২৭৯৬জন সুস্থ হয়েছেন। কিন্তু এখনো করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩২৯জন রোগী আইসোলেশনে আছে ও সেলফ আইসোলেশনে ৩১৭জন আছে। প্রাতিষ্ঠানিক আইসোলেশনে চিকিৎসা পাচ্ছে ১২ জন রোগী।

এখন পর্যন্ত জেলায় ২৭১৩২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ যার মধ্যে পাওয়া ২৬৮৪৯ জনের করোনা ভাইরাসের রিপোর্টে জেলায় সর্বমোট ৩১৭৪জন আক্রান্ত হয়েছে৷

About Syed Enamul Huq

Leave a Reply