Tuesday , 21 January 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ
--Collected pic

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

Online Desk:

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। আজ সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার দুপুর ১১টায় রাজধানীর বারিধারা ডিপ্লোমেটিক জোনে ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে গেলে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে স্বাগত জানান ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। এ সময় তারা সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা করেন।

বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার বাণিজ্য অংশীদারি বৃদ্ধি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে।জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু ও পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং পার্টি চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত মাসরুর মওলা।

About Syed Enamul Huq

Leave a Reply