Tuesday , 21 January 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ভারতকে স্পষ্ট ভাষায় বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে হবে— এমন মন্তব্য করেননি ড. ইউনূস
--ছবি : রিউমর স্ক্যানার

ভারতকে স্পষ্ট ভাষায় বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে হবে— এমন মন্তব্য করেননি ড. ইউনূস

অনলাইন ডেস্কঃ

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে, ‘অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন ভারতকে স্পষ্ট ভাষায় বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে হবে’। এই দাবিতে করা পোস্ট সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। বিভিন্ন অঙ্গনের নেতৃস্থানীয় ব্যক্তিরাও বিষয়টি শেয়ার করছেন। তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার জানিয়েছে, ‘ভারত কে স্পষ্ট ভাষায় বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে হবে’ বলে মন্তব্য করেননি ড. মুহাম্মদ ইউনূস।

পরবর্তী অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম দেশ রূপান্তরের অনলাইন সংস্করণে গত ০৩ ডিসেম্বর ‘ভারতকে বাংলাদেশের কাছে স্পষ্ট ভাষায় ক্ষমা চাইতে হবে: ইউনুছ আহমাদ’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় ভারতকে স্পষ্ট ভাষায় বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

তাছাড়া বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির ফেসবুক পেজে গত ৩ ডিসেম্বর ‘ভারত নিরাপত্তা দিতে ব্যর্থ হলে হাইকমিশনারদের ফিরিয়ে আনুন, বললেন ইউনুস আহমেদ’ শীর্ষক শিরোনামে প্রকাশিত আলোচিত বক্তব্যটির ভিডিও খুঁজে পাওয়া যায়। সেখানে তাকে ‘ভারতকে বাংলাদেশের কাছে স্পষ্ট ভাষায় ক্ষমা চাইতে হবে’ শীর্ষক মন্তব্যটি করতে শোনা যায়।

সুতরাং, ইউনুছ আহমাদ নামের ভিন্ন এক ব্যক্তির ‘ভারতকে স্পষ্ট ভাষায় বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে হবে’ শীর্ষক মন্তব্যকে ড. মুহাম্মদ ইউনূসের মন্তব্য দাবিতে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

About Syed Enamul Huq

Leave a Reply