Tuesday , 21 January 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ভারতে অবরোধ, ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
--সংগৃহীত ছবি

ভারতে অবরোধ, ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

অনলাইন ডেস্কঃ

ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দরের প্রধান সড়কে বিজেপির অবরোধের কারণে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। এছাড়া বন্ধ রয়েছে ইমিগ্রেশনের কার্যক্রম। এতে পণ্য পরিবহনে স্থবিরতা তৈরি হয়েছে। যাত্রীরাও যাওয়া আসা করতে পারছেন না।

ভোমরা স্থলবন্দর সূত্রে জানা যায়, এ বন্দর দিয়ে প্রতিদিনই প্রায় ২৫০ ট্রাক পণ্য আমদানি-রপ্তানি হয়।

বর্তমানে পাথর, চাউল ও পেঁয়াজের ট্রাক বেশি আমদানি হচ্ছে। আর অল্প পরিমাণে রপ্তানি হচ্ছে জুস, তুষের তেল ও গার্মেন্টস সামগ্রী।এদিকে ইমিগ্রশনের কার্যক্রম বন্ধ থাকায় দূর-দূরান্ত থেকে আগত ভারতগামী যাত্রীরাও পড়েছেন বিপাকে। ঘোজাডাঙ্গা অবরোধের খবর তাদের কাছে না থাকায় বাড়ি থেকে ভারতের উদ্দেশ্যে বের হয়েছেন তারা।

ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি অহিদুল ইসলাম জানান, অবরোধ উঠে যাবে বলে আশা করছি। ওপারের অবরোধ না থাকলে হয়ত আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

About Syed Enamul Huq

Leave a Reply