Tuesday , 21 January 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ভেদাভেদ ভুলে সাবেক মেয়রের আশ্রয়ে কলকাতায় সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রী
--কলকাতার একটি হোটেলে অবস্থান করছেন সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক

ভেদাভেদ ভুলে সাবেক মেয়রের আশ্রয়ে কলকাতায় সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রী

অনলাইন ডেস্কঃ

বেনাপোল সীমান্ত দিয়ে কলকাতায় গিয়েছেন সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। একই পথে গিয়েছেন সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। এখন তারা কলকাতা শহরের দমদম নামের একটি অভিজাত এলাকায় অবস্থান করছেন। তাদের সঙ্গে দেশের বিভিন্ন ব্যক্তি দেখাও করে এসেছেন।

গোপন অনুসন্ধানে জানা যায়, ৪ আগস্ট রাতে বেনাপোল সীমান্ত দিয়ে কলকাতায় যান সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। সেখানে গিয়ে তিনি কলকাতা শহরের দমদম রেলওয়ে স্টেশনে নেমে এক পরিচিত লোকের বাসায় ওঠেন।

আওয়ামী রাজনীতি গাজীপুর নামের একটি ফেসবুক পেইজে প্রকাশ করা ওই ভিডিওতে দেখা যায়, মোজাম্মেল হকের দুই পাশে দুজন লোক বসে আছেন।

ভিডিওতে দেখা যায়, মোজাম্মেল হকের হাতে একটি ঘড়ি আছে। নরম বিছানায় আরাম-আয়েসেই আছেন তিনি।

এদিকে গত ২ নভেম্বর গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের ফটোগ্রাফার ইমন খান তার ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন। তাতে তিনি লিখেছেন, ‘দেশে থাকা অবস্থায় যার সবচেয়ে বেশি ক্ষতি করেছেন ভারতে গিয়ে তার কাছেই আশ্রয় নিলেন। আল্লাহর মাইর দুনিয়ার বাইর … মুরব্বি …।’

এই পোস্ট বিশ্লেষণ করে জানা যায়, জাহাঙ্গীর আলম ২০১৮ সালে গাজীপুর সিটির মেয়র হওয়ার পর মোজাম্মেল হক তার বিরোধিতা করেন। একসময় বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করার অভিযোগে জাহাঙ্গীর আলমকে বহিষ্কার করে আওয়ামী লীগ। এরপর ২০২৩ সালে অনুষ্ঠিত গাজীপুর সিটি নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে জাহাঙ্গীর আলম তার মা জায়েদা খাতুনকে স্বতন্ত্র প্রার্থী করে বিজয়ী করেন। জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মোজাম্মেল হকের ভূমিকা সবচেয়ে বেশি ছিল বলে অভিযোগ রয়েছে। ৫ আগস্টের পর সবাই পালিয়ে যায়। অবশেষে গত ১ নভেম্বর কলকাতায় জাহাঙ্গীরের সঙ্গে দেখা করে অতীতের সব বিরোধ মীমাংসা করে তার তত্ত্বাবধানে আশ্রয় নেন মোজাম্মেল হক। জাহাঙ্গীর আলমের ফটোগ্রাফারের ওই স্ট্যাটাস এরই ইঙ্গিত বহন করে।

About Syed Enamul Huq

Leave a Reply