রাজশাহী প্রতিনিধিঃ
সাংবাদিক মন তাই লিখতে ইচ্ছে হয় কৃষক ভাইয়ের ফসলের মাঠের দৃশ্য,
ভাবিনি বছর ঘুরে আবার আসব ফিরে বরেন্দ্র অঞ্চলে সরিষা ফুলের মাঠে,
সরিষা ফুলে মাঠ ভরেছে ছড়িয়ে হলুদ রং কৃষক ভাই দুঃখ ভুলে গাইবে সুখের গান।
মনের আনন্দে ফসল তুলে ভরবে তাদের ঘর
থাকবে না দুঃখ তাদের কাটবে দেনার ভার।
ভোর সকালে শীতল ছোঁয়া, শিশির ভেজা ঘাসে
পুব আকাশে সোনার রবি, রাত পোহালেই হাসে।