Saturday , 14 December 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী আজ
--ফাইল ছবি

মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী আজ

অনলাইন ডেস্কঃ

গণমানুষের নেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী আজ ১৭ নভেম্বর। আমৃত্যু নির্লোভ আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী ১৯৭৬ সালের এই দিনে ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

পরে টাঙ্গাইলের সন্তোষে তাঁকে সমাহিত করা হয়। মজলুম জননেতার ওফাতবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানীর মাজারে শ্রদ্ধার্ঘ জানাতে আজ রবিবার ভোর থেকে ঢল নামবে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের।

মওলানা আবদুল হামিদ খান ভাসানী ১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তবে তাঁর জীবনের বেশির ভাগ সময় টাঙ্গাইলের সন্তোষে কেটেছে। মওলানা ভাসানী দীর্ঘদিন তৎকালীন বাংলা-আসাম প্রদেশ মুসলিম লীগের সভাপতি হিসেব দায়িত্ব পালন করেন।

মওলানা ভাসানীর নাতি আজাদ খান ভাসানী জানান, প্রতিবছরের মতো এবারও মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাজারে ফুলেল শ্রদ্ধার্ঘ নিবেদন, আলোচনাসভা, দোয়া ও মিলাদ মাহফিল, তবারক বিতরণ এবং মাজার প্রাঙ্গণে কয়েক দিনব্যাপী মেলা ইত্যাদি কর্মসূচি পালন করা হবে।

About Syed Enamul Huq

Leave a Reply