আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার (রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান। ৮২ বছর বয়সী মতিয়া চৌধুরী বেশ কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে আওয়ামী লীগ।
এক শোক বার্তায় মতিয়া চৌধুরীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি দলের পক্ষ থেকে গভীর সমবেদনা জানানো হয়েছে।
১৯৬০–এর দশকে পাকিস্তানের সামরিক স্বৈরশাসক আইয়ুব খানের বিরুদ্ধে ছাত্র-জনতার যে আন্দোলন-সংগ্রাম শুরু হয়, তাতে মতিয়া চৌধুরী সক্রিয়ভাবে অংশ নেন।
তিনি বিভিন্ন সামরিক সরকারের সময় কারাবরণ করেন।