Sunday , 3 December 2023
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
মধুখালীতে ঘর উচ্ছেদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মধুখালীতে ঘর উচ্ছেদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের মধুখালীতে বাড়ীতে থেকে ঘর উচ্ছেদের প্রতিবাদে উচ্ছেদের শিকার পরিবারের সংবাদ সম্মেলন।

আজ দুপুর সাড়ে ১২টায় মধুখালী পৌর সদরের গোন্দারদিয়া গ্রামে নিজ বাড়ীতে মোঃ আমিরুল খন্দকার লিখিত বক্ত্যে বলেন এই জমি আমাদের পৈএিক সুএে প্রাপ্ত । বসত বাড়ি দীর্ঘ প্রায় ১শ বছরের বাড়ী ও বাগানসহ ভোগ দখল করে আসছি আমরা। আমরা ভুমিহীন,অসহায় অথচ লোভের বশবর্তী হয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান মো:আজিজুর রহমান মোল্লা আমাদের উচ্ছেদের পায়তারা করছেন।

এ বিষয়ে মো: আজিজুর রহমান মোল্লার কাছে জানতে চাইলে তিনি বলেন আমি ক্রয় সুএে জমির মালিক। আমার কাছে জমির কাগজ পএ রয়েছে। আমি প্রায় এই জমি ৩০ বছর আগে ক্রয় করি। আমি ওদের থাকতে দিয়ে ছিলাম। সুবিধা মত তারা তাদের ঘর সরিয়ে নিবে। কিন্ত আজ আামার প্রয়োজনে জমি ফেরৎ নিতে চাইলে তারা বলে জমি তাদের। তাদের কোন কাগজপত্র নাই যেটা আমার আছে।

এ সময় আমিরুলের ভাই মোঃ ওবায়দুলসহ পরিবারের অন্যান্য সদস্যগন উপস্থিত ছিলেন।

About Syed Enamul Huq

Leave a Reply