Sunday , 10 December 2023
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
মধুখালীতে জমে উঠেছে মিষ্টিকুমড়ার বাজার

মধুখালীতে জমে উঠেছে মিষ্টিকুমড়ার বাজার

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ

উপজেলার হাটবাজারগুলো জমে উঠেছে মিষ্টিকুমড়ার বাজার। সরেজমিনে দেখা যায়, মধুখালী কেন্দ্রীয় বাজারসহ কামারখালী, নওপড়া হাটে চাষিরা তাদের উত্পাদিত কুমড়া নিয়ে বসে আছেন। আর ব্যাপারীরা দরদাম করে সেসব কুমড়া কিনে নিয়ে যাচ্ছেন। 
কৃষি অফিস সূত্রে জানা যায়, এবার উপজেলায় প্রায় ২ হাজার ৪০০ হেক্টর জমিতে কুমড়ার চাষ হয়েছে। চাষিরা এখন কুমড়া বাজারজাতকরণে ব্যস্ত। 
ব্যবসায়ী মো. আলমগীর বিশ্বাস জানান, বাজারে প্রতিদিন প্রচুর কুমড়ার আমদানি হয়। এ মৌসুমে কুমড়ার ভালো দাম পাওয়ায় চাষিরা যেমন খুশি তেমনি ব্যাপারীরাও খুশি। প্রতি মণ কুমড়া ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

About Syed Enamul Huq

Leave a Reply