Saturday , 20 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
মরিচ্যা-রামু সড়কে বিজিবি’র হাতে ৬ হাজার পিস ইয়াবাসহ রানা ও শামসু আটক!

মরিচ্যা-রামু সড়কে বিজিবি’র হাতে ৬ হাজার পিস ইয়াবাসহ রানা ও শামসু আটক!

উখিয়া, কক্সবাজার, প্রতিনিধি:

মরিচ্যা-রামু সড়কের বড়ডেবা এলাকায় ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের সামনে অভিযান চালিয়ে ইয়াবাসহ দু’জন মাদক পাচারকারীকে আটক করেছে বিজিবি’র সদস্যরা।

অভিযানের বিষয়টি সত্যতা নিশ্চিত করে রামু ৩০ বিজিবি’র মরিচ্যা যৌথ চেকপোস্টের নায়েক সুবেদার মাহমুদুল হাসান বলেন, রবিবার (২৫ জুলাই) বিকেলে বিজিবি’র গোপন সংবাদের ভিত্তিতে টমটম গাড়ি তল্লাশি চালিয়ে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ৩ টি মোবাইল সেট জব্দ করা হয়।

ইয়াবা পাচারের সময় আটক ইয়াবা কারবারিরা হলো রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের পূর্ব ধেছুয়াপালংয়ের সুরত আলম বান্ডুর ছেলে কফিল উদ্দিন রানা ও কুমিল্লার মৃত রহমত আলীর ছেলে শামশুল আলম। মাহমুদুল হক নামের একজন ইয়াবা পাচারকারী পলাতক রয়েছে।

গ্রামের অনেকেই জানান, কফিল উদ্দিন রানার নেতৃত্বে একটি মাদক সিন্ডিকেট দীর্ঘদিন ধরে ইয়াবার চালান পাচার করে আসছিল। মিয়ানমারের নাগরিক মাহমুদুল হকের সহায়তায় খুনিয়াপালং এলাকায় ইয়াবার আস্তানা গড়ে তোলে রানা । পূর্ব ধেছুয়াপালং গ্রামের মৃত ইউসুফের ছেলে মোহাম্মদ নূর প্রকাশ পুতুইয়া ইয়াবার সিন্ডিকেটে জড়িত ।এদিকে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে ৩০ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফারুক ইব্রাহিমের নির্দেশে মরিচ্যা বিজিবির চেকপোষ্টে নায়েক সুবাদার মাহমুদুল হাসানের নেতৃত্বে বিজিবির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রামু থানায় মামলা দায়ের করার জন্য পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন মরিচ্যা বিজিবি চেকপোস্টের নায়েক সুবেদার মাহমুদুল হাসান।

About Syed Enamul Huq

Leave a Reply