রাজধানীর মহাখালী রেলগেট এলাকায় রেলপথ অবরোধ করেছেন ব্যাটারিচালিত রিকশাচালকরা। এতে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ রেখেছে রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ১০টা থেকে রেললাইনে রিকশাচালকরা অবস্থান নিয়ে আন্দোলন শুরু করলে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সকাল ১০টা থেকে রেললাইনের ওপর রিকশা চালকরা অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন। নিরাপত্তা ও যাত্রীদের স্বার্থে, ওই সময় থেকে ঢাকা থেকে কোনো ট্রেন ছাড়েনি বা আসেনি। এমনকি ঢাকা থেকে চলাচলকারী ট্রেনগুলো কাছাকাছি স্টেশনে অবস্থান করছে।
তাদের এই আন্দোলনের ফলে রাজধানীজুড়ে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে, যার ফলে সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।