Thursday , 18 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

মহানগরে মিনিবাসের ভাড়া ৫০ শতাংশ বাড়ানোর প্রস্তাব

অনলাইন ডেস্ক:

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে গণপরিবহনের ভাড়া বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ৫৮ পয়সা, মহানগরের ভেতরে বাসে ৭০ পয়সা ও মিনিবাসে ৮০ পয়সা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।

বাংলাদেশ পরিবহন মালিক সমিতির নতুন প্রস্তাবে বলা হয়েছে, দূরপাল্লার বর্তমান বাসভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৪২ পয়সা, তা বাড়িয়ে ২ টাকা করার প্রস্তাব হয়েছে। অর্থাৎ এতে কিলোমিটারপ্রতি যাত্রীকে বাড়তি ৫৮ পয়সা গুনতে হবে। ভাড়া বৃদ্ধির এ হার ৪০.৮৫ শতাংশ।

এছাড়া মহানগরে বাসের বর্তমান ভাড়া কিলোমিটারে ১.৭০ পয়সা, প্রস্তাব হয়েছে ২.৪০ পয়সা করার। এতে ৭০ পয়সা ভাড়া বাড়বে। বাড়তি ভাড়ার এ শতকরা হার ৪১.১৮ শতাংশ। মহানগরে মিনিবাসের বর্তমান ভাড়া প্রতি কিলোমিটারে ১.৬০ পয়সা। এটি বাড়িয়ে ২.৪০ পয়সা করার প্রস্তাব হয়েছে। এতে ভাড়া বাড়ে কিলোমিটারপ্রতি ৮০ পয়সা। ভাড়া বৃদ্ধির এ হার ৫০ শতাংশ।

About Syed Enamul Huq

Leave a Reply