Saturday , 14 December 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
মাওলানা সাদ ইস্যুতে সরকারের কাছে আলেমদের আহ্বান
--সংগৃহীত ছবি

মাওলানা সাদ ইস্যুতে সরকারের কাছে আলেমদের আহ্বান

অনলাইন ডেস্কঃ

তাবলিগ, ইজতেমা ও মাদরাসা ইস্যুতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে ইসলামী সম্মেলন। সম্মেলনে আসন্ন বিশ্ব ইজতেমা উপলক্ষে ভারতের মাওলানা সাদ ইস্যুতে ও তার অনুসারীদের বাংলাদেশে আসতে না দেওয়ার আহ্বান জানানো হয়।

মঙ্গলবার (৫ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত আলেম-ওলামারা এ আহ্বান জানান।

সম্মেলনে নেজামে ইসলাম পার্টির নেতা মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে স্বঘোষিত আমির সাদ ও তার অনুসারীরা বিশৃঙ্খলা করার পরিকল্পনা নিয়েছে।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে বলব, আপনারা রাষ্ট্র পরিচালনা করবেন। আমরা আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করব।

এর আগে মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ৯টা থেকে সম্মেলনের মূল আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

এর আগে গত রবিবার এক বিবৃতিতে জানানো হয়, দাওয়াত ও তাবলিগ, মাদারেসে কওমিয়া এবং দ্বীনের হেফাজতের লক্ষ্যে ওলামা-মাশায়েখ বাংলাদেশের উদ্যোগে মঙ্গলবার সকাল ৯টায় ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। এতে দেশের সর্বস্তরের ওলামা-মাশায়েখ ও জনতাকে সম্মেলনে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়।

About Syed Enamul Huq

Leave a Reply