Friday , 19 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
মাদক ও পরিবেশ বিধ্বংসীদের বিরুদ্ধে সাহসী ভুমিকায় ওসি
--প্রেরিত ছবি

মাদক ও পরিবেশ বিধ্বংসীদের বিরুদ্ধে সাহসী ভুমিকায় ওসি

 কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের মহেশখালী উপজেলায় মাদক ও পরিবেশ বিধ্বংসীদের বিরুদ্ধে একের পর এক সাহসী ভুমিকা রেখে সাধারণ জনতার নিকট হতে সুনাম কুড়িয়েছেন মহেশখালী থানার ওসি প্রনব কুমার চৌধুরী।
জানা যায় বিগত ০২/০৭/২০২২ ইংরেজি তারিখে মহেশখালীতে যোগদান করেন ওসি প্রনব কুমার চৌধুরী। যোগদানের পরপরই তিনি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি মনোযোগ দেন মহেশখালীর প্রধান সমস্যা মাদককারবারি ও পরিবেশ বিধ্বংসীদের বিরুদ্ধে অভিযান পরিচালনার প্রতি। বিভিন্ন সোর্স ব্যবহারের মাধ্যমে মাদক চালানের রাস্তা চিহ্নিত করে মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান চালানো শুরু করেন তিনি। মহেশখালীর গহীন পাহাড়ের ভিতরে গভীর রাতে প্রাণ বাজি রেখে পরপর দুইটি সাহসী অভিযান চালিয়ে অস্ত্র,  অস্ত্র সরঞ্জাম ও প্রচুর পরিমাণ মাদকসহ অস্ত্র এবং মাদককারবারিদের আটক করার পর বাকি  মাদককারবারিরা মহেশখালী থেকে রাস্তা পরিবর্তন করে অন্যত্র সরে গেলে শুরু করে পাহাড় খেকোদের বিরুদ্ধে অভিযান। জব্দ করতে থাকেন মহেশখালীর বিভিন্ন ইউনিয়নের পাহাড়ি এলাকায় পাহাড় কর্তনে ব্যবহারিত স্কেবেটর এবং পাহাড়ি মাটি পরিবহনকারী ডাম্পার গাড়ি গুলো। গাড়িগুলো ছাড়িয়ে নিতে এসে তদবিরে সুবিধা করতে না পেরে সুবিধাবাদি কিছু জনপ্রতিনিধির সাথে ওসি প্রনব কুমার চৌধুরী বাকবিতন্ডায় লিপ্ত হওয়ার অনেক তথ্যও রয়েছে সংবাদ কর্মীদের কাছে। অন্যদিকে মহেশখালীর এই দ্বীপকে বেষ্টনী দিয়ে রাখা প্যারাবনকে ধ্বংস করে কোটিপতি হওয়ার স্বপ্ন নিয়ে চিংড়ি ঘের তৈরির কাজে লিপ্ত রয়েছে মহেশখালীর বড়বড় রাঘব বোয়ালরা। সাহসী ওসি ছাড় দেয়নি তাদেরকেও। বন বিভাগকে জোর করে সঙ্গে নিয়ে অভিযান চালিয়েছেন অনেক বার।কেটে দিয়েছেন অনেক রাঘববোয়ালদের অবৈধ চিংড়ি ঘের। পরওয়া করেননি সুবিধাদি নেতাদের চোখ রাঙানির প্রতি। কিন্তু দুঃখের বিষয় রহস্যময় কারণে একবারও নিজ উদ্যোগে প্যারাখেকোদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেননি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াছিন ও এসিল্যান্ড  এফ এম শামিম। এ বিষয়ে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াছিনের কাছে জানতে চাইলে প্রতিবারই পাহাড় ও প্যারাবন বন বিভাগের দেখার বিষয় বলে এড়িয়ে যান। এদিকে পাহাড় কাটা ও প্যারাবন নিয়ে মহেশখালীর সাংবাদিকরা নিয়মিত লেখালেখি করে গেলেও কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ করতে দেখা যাচ্ছে না বনবিভাগকে। তবে মহেশখালী বনবিভাগ কর্তৃপক্ষ বলেছে পরিবেশ বিধ্বংসীদের বিরুদ্ধে  মামলা হয়েছে  এবং বাকিদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নিতে যাচ্ছেন তারা। তা ছাড়াও নিয়মিত বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে মহেশখালীর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তিনি। তবে সম্প্রতি মহেশখালীর সীমানার বাহিরে সাগরে ভেসে আসা ১০ জেলের লাশের অধিকাংশের বাড়ি মহেশখালী হওয়ায় আবারও আলোচনায় আসে মহেশখালী। এতেও ঘটনায় সরাসরি সম্পৃক্ত এক আসামিকে মাতারবাড়ি থেকে গ্রেফতার করে আসল আসামিদের চিহ্নিত করার সুযোগ করে দেয়ায় পুলিশ প্রশাসনেও তিনি সুমনাম অর্জন করতে সক্ষম হয়েছেন বলে জানা গেছে।

About Syed Enamul Huq

Leave a Reply