Sunday , 16 June 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
মানিকগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত দুই, আহত ১০

মানিকগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত দুই, আহত ১০

মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জ ও সিংগাইরে পৃথক সড়ক দুর্ঘটনায় চালকসহ দুই জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ১৪ জন।
আজ বৃহস্পতিবার ঢাকা-আরিচা মহাসড়ক ও সিংগাইরের শায়েস্তা ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, বেলা ১১ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের মুলজান এলাকায় পাটুরিয়াগামী একটি পণ্যবাহী ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা নীলাচল পরিবহনের যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক নিহত হন। নিহত ওই ট্রাক চালকের নাম ঠিকানা জানা যায়নি। এ ঘটনায় বাসের অন্তত ৬ যাত্রী আহত হয়েছেন। আহতদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
অপরদিকে সকাল ৮টার দিকে সিংগাইরের শায়েস্তা ইউনিয়নের তালতলা এলাকায় মালবাহী পিকআপ খাদে পড়ে হৃদয় (১৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত হৃদয় লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ গোপালরায় গ্রামের আব্দুল করিমের ছেলে। এসময় ওই পিকআপে থাকা আরো চারজন শ্রমিক গুরুতর আহত হয়।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

About Syed Enamul Huq

Leave a Reply