Saturday , 21 September 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
মানিকগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাবলেট বিতরণ
--প্রেরিত ছবি

মানিকগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাবলেট বিতরণ

মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের ঘিওরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের ট্যাবলেট বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১১ জুলাই) সকালে ঘিওর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান অফিসের আয়োজনে ওই ট্যাবলেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ মিনার উদ্দিন, থানা অফিসার ইনচার্জ মোঃ আমিনুর রহমান, উপজেলা সাবেক ডেপুটি কমান্ডার কে এম সিদ্দিক আলী, সমাজসেবা কর্মকর্তা আব্দুল মান্নান প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের ট্যাবলেট সমূহ উপজেলার মাধ্যমিক ও সমমানের বিদ্যালয়ের ৯ম এবং ১০ম শ্রেণির ৯৩ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

About Syed Enamul Huq

Leave a Reply