Friday , 20 September 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
মালয়েশিয়ার নবনিযুক্ত প্রধানমন্ত্রীকে বাংলাদেশ ন্যাপ’র শুভেচ্ছা

মালয়েশিয়ার নবনিযুক্ত প্রধানমন্ত্রীকে বাংলাদেশ ন্যাপ’র শুভেচ্ছা

মালয়েশিয়ার নবনিযুক্ত প্রধানমন্ত্রীকে বাংলাদেশ ন্যাপ’র শুভেচ্ছা

মালয়েশিয়ার নবনিযুক্ত প্রধানমন্ত্রী দাতো সিরি ইসমাইল সাবরি বিন ইয়াকুবকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।

রবিবার (২২ আগস্ট) প্রেরত এক অভিনন্দন বার্তায় তারা বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য আপনাকে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।

নেতৃদ্বয় বলেন, আমরা আশা করি আপনার গতিশীল ও দূরদর্শী নেতৃত্বে মালয়েশিয়া তার কাঙ্খিত লক্ষ্যে আরও সমৃদ্ধ এবং অগ্রসর হবে। বাংলাদেশ ও মালয়েশিয়ার বিদ্যমান ভ্রাতৃত্ব সুদৃঢ় হবে এবং সহযোগিতা অব্যাহত থাকবে।

তারা নবনিযুক্ত প্রধানমন্ত্রী ইসমাইন সাবরি’র সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সুখ ও শান্তি এবং মালয়েশিয় জনগণের সমৃদ্ধি এবং অগ্রগতি কামনা করেন।

About Syed Enamul Huq

Leave a Reply