Thursday , 28 March 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
মিরপুরের পল্লবীতে রিক্সাভ্যান গাড়ী প্রতারক চক্রের সন্ধান পাওয়া গিয়েছে

মিরপুরের পল্লবীতে রিক্সাভ্যান গাড়ী প্রতারক চক্রের সন্ধান পাওয়া গিয়েছে

স্টাফ রিপোর্টার: মিরপুর ১২নং সেকশনের পল্লবীতে রিক্সাভ্যান গাড়ী প্রতারক চক্রের
সন্ধান পাওয়া গিয়েছে। এ প্রতারক চক্রটি বিভিন্ন এলাকার বিভিন্ন মানুষের নিকট থেকে সুকৌশলে রিক্সাভ্যান গাড়ী ভাড়া নিয়ে গিয়ে তা আর মালিককে ফেরত দেয় না। তারা এ পর্যন্ত শতাধিক রিক্সাভ্যান গাড়ী ভাড়া নিয়ে গিয়ে মালিককে ফেরত না দিয়ে তা বিক্রি
করে দেয় বলে এলাকাবাসীর ধারণা। এ প্রতারক চক্রটির প্রতারণার শিকার একজন ভুক্তভোগী বলেন, এ প্রতারক চক্রটির মূলহোতা মোঃ আকরাম তার নিকট হতে গত ০১/১১/২০২০ ইং তারিখে ৩টি নতুন রিক্সাভ্যান গাড়ী ভাড়ায় নিয়ে গিয়ে তা আর ফেরত দেয়নি। প্রতারক মোঃ আকরাম উক্ত রিক্সাভ্যান গাড়ী ৩টি বিক্রি করে দিয়েছে বলে তার
ধারণা। এ ব্যাপারে তিনি নিকটস্থ পল্লবী থানায় সাধারণ ডাইরী করেন (পল্লবী থানার ডাইরী নং-১৩৭৫, তারিখ-১৫/০১/২০২১ ইং)। তিনি আরো বলেন, প্রতারক মোঃ আকরাম এর পিতা মোঃ কলিমের অনুরোধক্রমে রিক্সাভ্যান গাড়ী ৩টি তিনি প্রতারক মোঃ আকরামকে
ভাড়া দেন। তিনি আরো বলেন, এলাকাবাসীর পরামর্শমতে তিনি গত ২২/০১/২০২১ ইং তারিখে উল্লেখিত বিষয়টি সামাজিকভাবে মীমাংসার জন্য মুড়াপাড়া ক্যাম্প, ব্লক-ই, সেকশন-১২, থানা-পল্লবী, ঢাকা-১২১৬ এস পি জি আর সি এর সভাপতি/সাধারণ সম্পাদক
বরাবরে লিখিত আবেদন দাখিল করেন। উক্ত আবেদনের পরিপ্রেক্ষিতে এস পি জি আর সি এর কর্মকর্তাবৃন্দ বিষয়টি সামাজিকভাবে মীমাংসার জন্য চেষ্টা করেন। কিন্তু প্রতারক মোঃ আকরামের পরিবারের অসহযোগীতার জন্য তা সম্ভব হয়নি। তিনি আরো বলেন, বিষয়টি
সামাজিকভাবে মীমাংসা করতে না পেরে এস পি জি আর সি এর কর্মকর্তা কর্তৃক আমার বরাবর একটি প্রতিবেদন প্রদান করেন। প্রতিবেদনে তারা উল্লেখ করেন ‘‘আপনার ২২/০১/২০২১ ইং তারিখে দাখিলকৃত আবেদন পত্রের পরিপ্রেক্ষিতে বিষয়টি সরেজমিনে তদন্ত করিয়া দেখা যায় যে, অভিযুক্ত মোঃ আকরাম, পিতা- মোঃ কলিম, মুড়াপাড়া ক্যাম্প, রোড নং-৫, ব্লক-ই, সেকশন-১২, থানা-পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬ একজন রিক্সাভ্যান গাড়ী প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তাহার পরিবারের অন্যান্য সদস্যরাও এই চক্রের সহিত জড়িত থাকিতে পারে। বিষয়টি সামাজিকভাবে মীমাংসা করিবার চেষ্টা করা হয়। কিন্তু তাহার পরিবারের অসহযোগীতার জন্য তাহা সম্ভব হয়নি। উক্ত বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করিলে আমাদের সার্বিক সহযোগীতা থাকিবে।’’ এ ব্যাপারে স্থানীয় প্রশাসন
প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে এলাকাবাসী আশা করেন।

About Syed Enamul Huq

Leave a Reply