Monday , 5 June 2023
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

মিরপুুরে মাঠ বাচাতে স্থানীয়রা দিনব্যাপী বিক্ষোভ করেছে

স্টাফ রিপোর্টারঃ
★মাঠ মাঠ মাঠ চাই★
৩নং ওয়ার্ডবাসী তথা সারা বাংলাদেশের মানুষ কে সুস্থ রাখতে মাঠ চাই ——- (১) যে কোন দুর্যোগে মাঠটিতে (ক)নিরাপদ আশ্রয় নিতে, (খ) তাৎক্ষণিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে (গ) পৃথিবীর যে কোন স্থান থেকে খাদ্যসামগ্রী, স্বাস্থ্যসেবার সামগ্রী, হেলিকপ্টারযোগে সহজেই মাঠে পৌঁছান সম্ভব। (২) আমাদের পরবর্তী প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশের জন্য মাঠটি কোন বিকল্প নেই। (৩) আমরা বয়স্করা★এই মাঠটিতে★সকাল-বিকাল শরীর চর্চার মধ্য দিয়ে নিজেকে সুস্থ রাখবো। (৪)সকল ধরনের ধর্মীয়, সামাজিক-সাংস্কৃতিক ও খেলাধুলার অনুষ্ঠান সফল ও সার্থক করে, ভ্রাতৃত্ব পূর্ণ পরিবেশ বজায় রাখতে এই মাঠটি ৩নং ওয়ার্ড বাসীর তথা বাংলাদেশের মানুষের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ্!!!

About Syed Enamul Huq

Leave a Reply