Thursday , 28 March 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
মুক্তাগাছাকে আধুনিক নন্দিত পৌরসভা হিসাবে গড়ে তুলব– নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে সংস্কৃতি প্রতিমন্ত্রী
--প্রেরিত ছবি

মুক্তাগাছাকে আধুনিক নন্দিত পৌরসভা হিসাবে গড়ে তুলব– নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে সংস্কৃতি প্রতিমন্ত্রী

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি : ঐতিহ্যবাহী মুক্তাগাছা পৌরসভাকে আধুনিক নন্দিত ও
আলোকিত পৌরসভা হিসাবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি বলেন ঐতিহ্যবাহী দেড়শ বছরের পুরোনো পৌরসভায় উন্নয়নের কোনো কাজ হয়নি। বর্তমান সরকারের উন্নয়ন প্রকল্পের আওতায় এনে মুক্তাগাছা পৌরসভাকে আধুনিক পৌরসভা হিসাবে গড়ে তোলে নাগরিক সেবা নিশ্চিত করতে চাই। এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন। গতকাল বৃহস্পতিবার মুক্তাগাছার নব নির্বাচিত পৌর মেয়র আলহাজ্ব বিল্লাল হোসেন সরকার ও কাউন্সিলরদের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বৃহস্পতিবার বিকেলে স্থানীয় আরকে মডেল হাই স্কুল মাঠে নাগরিক সংবর্ধনা বাস্তবায়ন কমিটির উদ্যোগে এ সংবর্ধনা দেওয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কেএম
খালিদ এমপি। ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এড. বদর উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক এমপি সালাহ উদ্দিন আহমেদ মুক্তি, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আজিজুল হক ইদু, সরকারি শহীদ স্মৃতি কলেজের অধ্যক্ষ প্রফেসর ইদ্রিস আলী, মুক্তাগাছা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ স্বপন কুমার দাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরব আলী, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক চন্দন কুমার
সাহা, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল জলিল মাস্টার, অধ্যাপক সেলিম সরকার, উপজেলা যুবলীগের সভাপতি মাহবুবুল আলম মনি, সাধারণ সম্পাদক লুৎফর হায়দার রাসেল, ছাত্রলীগ নেতা শুভ দে, ইমরান, মনিরুজ্জামান বাবু, রকিব, ফাহিম প্রমূখ। অনুষ্ঠানের ২য় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন কন্ঠশিল্পী ইমরান, সালমাসহ দেশ বরেণ্য শিল্পীগণ।

About Syed Enamul Huq

Leave a Reply