Tuesday , 23 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
মুক্তাগাছায় বাড়ীঘর ভাংচুর-জবর দখলের পাঁয়তারা
--প্রেরিত ছবি

মুক্তাগাছায় বাড়ীঘর ভাংচুর-জবর দখলের পাঁয়তারা

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি: মুক্তাগাছার নন্দীবাড়ী এলাকায় বাড়ীঘর
ভাংচুর করে জমি দখলের পাঁয়তারার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে জানাযায়, নন্দীবাড়ীর মৃত খাদেম আলীর ৪ পুত্র যথাক্রমে, তালেব আলী, চাঁন মিয়া, রফিকুল ইসলাম, হারুনুর রশিদ ১৯/১০/১৯৯২ সালে ৯৩৮০ নং দলিল মূলে একই গ্রামের মৃত জমির উদ্দিন আহাম্মদ এর পুত্র মিজানুর রহমান এর নিকট থেকে ১০ শতাংশ জমি সাফকবলা দলিল মূলে ক্রয় করে। যার দাগ নং-১৫১, নন্দীবাড়ী মৌজা, মুক্তাগাছা পৌরসভা। জমির খারিজ
তালেব আলী গং ২৬৫৭(ওঢ-১)/২০১৮-১৯ নং নামজারি ও জমাখারিজ পরিশোধ করে ভূমি উন্নয়ন কর পরিশোধ করেন। এদিকে উক্ত জমির মালিকানা দাবী করে মিজানুর রহমানের পুত্র দলিলের সত্যতা নিয়ে সন্দেহ পোষণ করে সহকারী কমিশনার ভূমি বরাবরে অভিযোগ দায়ের করেন। সহকারী কমিশনার (ভূমি) মুক্তাগাছা এ বিষয়ে বিষয়টি সাব রেজিষ্ট্রার মুক্তাগাছাকে ১০/০৮/২০২০ ইং তারিখে ৩১.৪৫.৬১৬৫.০০০.৫০.০০১.২১-৩৭০ নং স্মারকে সাব রেজিষ্ট্রী অফিসের দলিলের তফসিলসহ দাতা ও গ্রহীতা এবং দলিল নম্বর ঠিক
রয়েছে কিনা এই মর্মে যাচাই বাছাই করার জন্য পত্র প্রেরণ করেন। সে মোতাবেক
সাব রেজিষ্ট্রী অফিস থেকে ১২/০৮/২০২০ ইং তারিখে ২২০ নং স্মারকে দাতা গ্রহীতা ও দলিল নম্বর সঠিক রয়েছে মর্মে অবহিত করেন।
এদিকে গত ০২/০২/২০২১ বিকাল ৫ টায় মিজানুর রহমানের পুত্র শামীমের নেতৃত্বে কামাল, শান্ত, প্রিন্সসহ অজ্ঞাত ৮/১০ জন উক্ত জমিতে অবৈধভাবে প্রবেশ করে বাড়িঘর ভাংচুর ও লুটপাট চালায়। এ ব্যাপারে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে জমির মালিক তালেব আলী গংরা নিরাপত্তাহীনতায় ভূগছে।

About Syed Enamul Huq

Leave a Reply