Thursday , 28 March 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
মেহেরপুরে হচ্ছে ‘মুজিবনগর বিশ্ববিদ্যালয়’
--সংগৃহীত ছবি

মেহেরপুরে হচ্ছে ‘মুজিবনগর বিশ্ববিদ্যালয়’

অনলাইন ডেস্ক:

‘মুজিবনগর বিশ্ববিদ্যালয়’ নামে একটি সরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে মেহেরপুরে। ‘মুজিবনগর বিশ্ববিদ্যালয়’ স্থাপনে আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বিষয়টি নিশ্চিত করেছেন সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার মন্ত্রিসভার বৈঠকে ‘মুজিবনগর বিশ্ববিদ্যালয়, মেহেরপুর আইন-২০২২’-এর খসড়ায় নীতিগত অনুমোদন দেওয়া হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সচিবালয়ে মন্ত্রিপরিষদসচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করে জানান, অন্যান্য বিশ্ববিদ্যালয় আইনের মতো করেই নতুন আইনটি করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের আচার্য হবেন রাষ্ট্রপতি।
চার বছরের জন্য একজন উপাচার্য এবং দুজন উপ-উপাচার্য নিয়োগ দেওয়া হবে।

তিনি বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চাইলে প্রফেশনাল কোর্স করতে পারবে। ডিপ্লোমা সার্টিফিকেটসহ যেসব কোর্সের চাহিদা বেশি থাকবে সেসব কোর্স করাতে পারবে। ’

সূত্র: কালের কন্ঠ অনলাইন

About Syed Enamul Huq

Leave a Reply