Sunday , 8 September 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
মোবাইলে প্রশাসন পরিচয় দিয়ে তুলে নেওয়ার হুমকি প্রদান–আব্দুস সোবাহান
--প্রতীকী ছবি

মোবাইলে প্রশাসন পরিচয় দিয়ে তুলে নেওয়ার হুমকি প্রদান–আব্দুস সোবাহান

গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর চান্দনা চৌরাস্তা কাঁচামাল আড়ৎদার মালিক গ্রুপ হক মার্কেটের সভাপতি ও গাজীপুর মহানগর জাতীয় শ্রমিক লীগ বাসন মেট্রো থানা  সভাপতি মোঃ আব্দুস সোবাহান কে মোবাইল ফোনে হুমকি ধামকি অভিযোগ করেন। যে নাম্বার থেকে হুমকি প্রদান করেন ০১৮৭৭৭৫৫৫৭৩। হুমকি দাতার ফোনের কল রেকর্ড থেকে জানা যায় যে তিনি  ঢাকা মিরপুরের অনিক। অনিক নামের ওই ব্যক্তি মোবাইলে তার নাম অনিক বলে পরিচয় দেন মুঠোফোনে।  তিনি গাজীপুর চান্দনা চৌরাস্তা কাঁচামাল আড়ৎদার মালিক গ্রুপ এর সভাপতি মোঃ আব্দুস সোবাহান কে মোবাইল ফোনে তার পরিচয় দেন যে নিতি  সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের ভাতিজা ও প্রশাসনের অনেক বড় কর্মকর্তা।  গাজীপুর চান্দনা চৌরাস্তা কাঁচামাল আড়ৎদার মালিক গ্রুপ এর সভাপতি বলেন অনিক আমার মুঠোফোনে ফোন করে এবং তার পরিচয় দেন যে সে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের ভাতিজা ও প্রশাসনের অনেক বড় কর্মকর্তা,  বাজার থেকে আমাকে তুলে নেওয়ার হুমকি দেন ওই অনিক। সোবাহান আরো বলেন বর্তমান বাজারের মালিক শাহানাজ কে বেশ কিছুদিন বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখিয়ে  বিকাশের মাধ্যমে  টাকা নিয়েছেন। বিকাশ থেকে টাকা সেন্ড করার স্কিনসর্ট প্রতিবেদকের হোয়াটসঅ্যাপ এ সেন্ড করেন সোবাহান। শাহানাজ কে ভয়ভীতির অডিও রেকর্ডও পাঠান তিনি।  এখন আমার থেকে টাকার নেওয়ার জন্য আমাকেও হুমকি ধামকি প্রদান করেন। ফোনে আমার থেকে ৩ লাখ টাকা দাবী করেন, টাকা দিতে রাজি না হলে অনিক আমাকে এসব হুমকি দেয়, হুমকি দেওয়া মোবাইল নাম্বার টি হলো ০১৮৭৭৭৫৫৫৭৩। সোবাহান বলেন গাজীপুর চান্দনা চৌরাস্তা  কাঁচামাল বাজারের সাবেক মালিক নূরুল হক ও তার সঙ্গী তারিফের এজেন্ট হিসেবে কাজ করছেন এই অনিক। আমাদের যেকোন সময় তুলে নিয়ে গুম খুনও করতে পারেন হুমকি প্রদানকারী অনিক।
গাজীপুর কাঁচামাল আড়ৎদার মালিক গ্রুপ এর সভাপতি মোঃ আব্দুস সোবাহান বলেন এমন হুমকি ধামকি প্রদান করায় আমরা নিরাপত্তাহীনতায় আছি।
আমি গাজীপুর মেট্রোপলিটন প্রশাসনের সুদৃষ্ট কামনা করি এমন হুমকি ধামকি প্রদানকারীকে দ্রুত আইনের আওতায় আনার জন্য।

About Syed Enamul Huq

Leave a Reply