Wednesday , 24 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
মৌলভীবাজারে এমএ রহীমের ভরাডুবি, বিজয়ের হাসি মিছবাহুরের

মৌলভীবাজারে এমএ রহীমের ভরাডুবি, বিজয়ের হাসি মিছবাহুরের

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা পরিষদের উপনির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনীত চেয়ারম্যান পদে চশমা প্রতীকে প্রতিদ্বন্দ্বিকারী জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান জেলার ৭ উপজেলার ১৫টি ভোট কেন্দ্রের সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী ৭৩২ ভোট পেয়ে বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন। তার নিকঠতম প্রতিদ্বন্দ্বী মোটর সাইকেল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী এম.এ রহীম শহীদ (সিআইপি) পেয়েছেন ২০২ ভোট।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে জেলা নির্বাচন কার্যালয়ে অনুষ্ঠিত আনুষ্ঠানিক ব্রিফিংয়ে এতথ্য নিশ্চিত করেন জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা আলমগীর হোসেন।
মঙ্গলবার সকাল ৯টা থেকে মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান পদে ১৫টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় দুপুর ২টায়। জানা যায়,মৌলভীবাজার ৩ সেন্টারের মধ্যে হিলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে চশমা ২৯, মোটর সাইকেল ৩৬, ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে চশমা ৪০, মোটর সাইকেল ২৪, এবং কনকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে চশমা ৪২, মোটর সাইকেল ২১ ভোট পেয়েছে। রাজনগরের একমাত্র সেন্টার রাজনগর ডিগ্রি কলেজ কেন্দ্রে চশমা পেয়েছে ৫৫ এবং মোটর সাইকেল পেয়েছে ১২ ভোট। কুলাউড়ার ৩ সেন্টারের মধ্যে নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয় কেন্দ্রে চশমা ৫৯, মোটর সাইকেল ৪ ভোট, নয়াবাজার কেসি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে চশমা ৫৯, মোটর সাইকেল ৫ ভোট, বরমচাল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে চশমা ৬৫ মোটর সাইকেল ২ ভোট পেয়েছে। বড়লেখায় দুটি সেন্টারের মধ্যে পিসি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে চশমা পেয়েছে ৩৬ ভোট, মোটর সাইকলে ২৭, তালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে চশমা ৩০ ও মোটর সাইকেল ১৪ ভোট। জুড়ির দুটি কেন্দ্রের মধ্যে দক্ষিণ জাঙ্গিরাই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে চশমা ৫২, মোটর সাইকেল ৩ ভোট। হরিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চশমা ৩৯, মোটর সাইকেল ১১ ভোট পেয়েছে। কমলগঞ্জ উপজেলার দুটি সেন্টারের মধ্যে কমলগঞ্জ বহুমুখি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে চশমা ৬২, মোটর সাইকেল ৩ ভোট এবং এএটিএম বহুমুখি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে চশমা ৪৮ ভোট, মোটর সাইকেল ১৯ ভোট পেয়েছে। শ্রীমঙ্গলের দুটি সেন্টারের মধ্যে চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে চশমা ৫১ ও মোটর সাইকেল ১১ ভোট এবং কাকিয়াছড়া চা-বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে চশমা ৫৫, মোটর সাইকেল ১০ ভোট পেয়েছে।

About Syed Enamul Huq

Leave a Reply