Sunday , 9 February 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
মৌলভীবাজারে ট্রাফিক সপ্তাহ শুরু 
--প্রেরিত ছবি

মৌলভীবাজারে ট্রাফিক সপ্তাহ শুরু 

মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজারের ট্রাফিক বিভাগের উদ্যোগে ট্রাফিক সপ্তাহ ২০২৫ শুরু হয়েছে। এ উপলক্ষ্যে  রোববার (২৪ জানুয়ারী) সকাল ১১টায় মৌলভীবাজার ট্রাফিক অফিসের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে প্রেসক্লাব মোড় প্রদক্ষিণ করে শেষ হয়।
ট্রাফিক সপ্তাহ উদ্বোধন করেন পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন পিপিএম-সেবা। এসময় তিনি বলেন, ট্রাফিক সপ্তাহের উদ্দেশ্য শুধু সড়কে জরিমানা বা সাধারণ মানুষকে শাস্তি নয়, বরং ট্রাফিক আইন সম্পর্কে সাধারণ জনগণকে সচেতন করা। প্রতিবছর ৬ হাজারের অধিক মানুষ সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। সড়কে হতাহতের মাত্রা কমানো এবং ট্রাফিক আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষেই ট্রাফিক সপ্তাহের আয়োজন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শামসুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক বুলবুল আহমেদ, ট্রাফিক পুলিশ পরিদর্শক (এডমিন) অনিল বিকাশ চাকমা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, নিরাপদ সড়ক চাই আন্দোলনের নেতৃবৃন্দসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।
শোভাযাত্রা শেষে সাধারণ জনগন ও যানবাহনের চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

About Syed Enamul Huq

Leave a Reply