মৌলভীবাজার প্রতিনিধি::মৌলভীবাজারে নিষেধাজ্ঞা অমান্য করে দোকানপাট খোলা রাখা এবং অপ্রয়োজনে বাইরে থাকার অপরাধে ১৭৭ ব্যক্তিকে মোট ১,৩০,৬৯০ টাকা অর্থদন্ড প্রদান এবং ৯০ জন ব্যক্তিকে আটক করা হয়েছে।
শুক্রবার (২ জুলাই) সকাল ৯.৩০ ঘটিকা থেকে সন্ধ্যা ৭.০০ ঘটিকা পর্যন্ত মৌলভীবাজার জেলার সকল উপজেলার বিভিন্নস্থানে আইন অমান্য করে শপিংমল, মার্কেট খোলা রাখা, গণপরিবহন ও সিএনজি চলাচল, স্বাস্থ্যবিধি না মেনে বাহিরে অবস্থান করায় ১৭৭ ব্যক্তিকে মোট ১,৩০,৬৯০ টাকা অর্থদন্ড প্রদান ও আদায় করা হয় এবং ৯০ জন ব্যক্তিকে আটক করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, সহকারী কমিশনার (ভূমি) গণ ও জেলা প্রশাসন, মৌলভীবাজার এর সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ।
Home » দৈনিক সকালবেলা » বিভাগীয় সংবাদ » জেলার-খবর » মৌলভীবাজারে নিষেধাজ্ঞা অমান্য করায় ১লক্ষ ৩০হাজার টাকা জরিমানা ও আটক-৯০