মৌলভীবাজার প্রতিনিধি:
বুধবার (৮ নভেম্বর) বিকাল ৪:১৫ ঘটিকায় শহরের কুসুমবাগস্হ শাহ মোস্তফা বিরিয়ানি এন্ড পার্টি সেন্টারের দ্বিতীয় তলায় মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ মাহমুদুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ ময়নুল ইসলাম রবিন এর সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশিদ তরফদার, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম রিয়াদ, সহ সাংগঠনিক সম্পাদক রাজন হোসেন তৌফিক, অর্থ সম্পাদক জুবায়ের আহমদ, সহ অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক বদরুল হাসান জোসেফ, সমাজকল্যাণ সম্পাদক আহমেদ পায়েল, কার্যনির্বাহী কমিটির সদস্য শেখ কাদের আল হাসান, সৈয়দ মমসাদ আহমদ ,তফন সুত্রধর, কপিল দেব, শেখ এবাদুল হক, এনামুল হক আলম।
সভায় সাধারণ মানুষ দেশের উন্নয়নসহ নানা ঘটনার বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য দীর্ঘদিন যাবত সর্বমহলে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের সুনাম রয়েছে এবং পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা সকল মহলে ইতিমধ্যে প্রশংসিত হয়েছে। ভুল তথ্য প্রচার বিমুখ থেকে জনসাধারণের কাছে দেশ ও জাতির কল্যাণ হয় এমন সংবাদ প্রচারে গুরুত্ব দেয়া হয়। অনলাইন প্রেসক্লাবের প্রত্যেক সদস্যকে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরার কার্যক্রম আগামীতে আরো বেগবান করার প্রত্যয় ব্যক্ত করা হয়। অনলাইন প্রেসক্লাবের আগামীর দিন গুলো নিয়ে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।