Thursday , 18 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে ফের মেয়র নির্বাচিত আ.লীগের ফজলুর রহমান
--প্রেরিত ছবি

মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে ফের মেয়র নির্বাচিত আ.লীগের ফজলুর রহমান


মৌলভীবাজার প্রতিনিধি:মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোঃ ফজলুর রহমান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১৩ হাজার ৬ শত ৯৭ভোট।তার নিটকতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী ধানের শীর্ষ প্রতীকে অলিউর রহমান পেয়েছেন ৩ হাজার ৭ শত ৩০ ভোট। যদিও নির্বাচনের একদিন আগে গত ২৯ জানুয়ারি তিনি সংবাদ সম্মেলন করে মেয়র নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
শনিবার (৩০ জানুয়ারি) সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ১৮ টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট কেন্দ্রে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন শৃংঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতার পাশাপাশি ভ্রাম্যমান আদালতের টহল অব্যাহত ছিলো।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) মো. মামুনুর রশীদ নৌকার প্রার্থী বিজয়ী হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
এছাড়া কাউন্সিলর পদে বিজয়ী প্রার্থীরা হচ্ছেন ১নং ওয়ার্ডে পার্থ সারথী পাল, ২নং ওয়ার্ডে  বর্তমান কাউন্সিলর আসাদ হোসেন মক্কু ,৩নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মোঃ নাহিদ হোসেন, ৪নং ওয়ার্ডে সালেহ আহমেদ পাপ্পু, ৫নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর ফয়সল আহমদ, ৬নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মোঃ জালাল আহমদ, ৭নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আনিসুজ্জামান বায়েছ , ৮নং ওয়ার্ডে সৈয়দ সেলিম হক, ৯নং ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বর্তমান কাউন্সিলর মোঃ মাসুদ। সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে বিজয়ী প্রার্থীরা হলেন-নাজমা বেগম, জাহানারা বেগম, জিম্মি আক্তার।
মৌলভীবাজার পৌর নির্বাচনে সাধারণ কাউন্সিলর ২৭ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জনসহ মোট ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। মোট ভোটার ৪৩ হাজার ৪৪৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২২ হাজার ৭৫০ জন, নারী ভোটার ২০ হাজার ৬৯৬ জন।

About Syed Enamul Huq

Leave a Reply