Saturday , 14 December 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ময়নামতি ওয়ার সিমেট্রিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈনিকদের শ্রদ্ধা জানালেন কূটনীতিকরা
--সংগৃহীত ছবি

ময়নামতি ওয়ার সিমেট্রিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈনিকদের শ্রদ্ধা জানালেন কূটনীতিকরা

অনলাইন ডেস্কঃ

কুমিল্লার ময়নামতি ওয়ার সিমেট্রিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিহত বীর যোদ্ধার আত্মার শান্তি কামনায় প্রার্থনা ও শ্রদ্ধা নিবেদন করেছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও তাদের প্রতিনিধিরা।

গতকাল শনিবার (৯ নভেম্বর) সকাল পৌনে ১১টার দিকে ১৩টি দেশের কূটনীতিকরা ওয়ার সিমেট্রির হলিক্রসের পাদদেশে প্রার্থনা ও ফুলেল শ্রদ্ধাঞ্জলির মধ্য দিয়ে সৈনিকদের স্মরণ করেন। পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের স্মরণে কূটনীতিকরা স্মৃতিসৌধে দাঁড়িয়ে শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করেন। এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে।

গতকাল শনিবার কুমিল্লার এই ওয়ার সিমেট্রিতে শ্রদ্ধা জানান যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া, কানাডা, ভারত, পাকিস্তান, ডেনমার্ক, ইতালি, নরওয়ে, স্পেন, ইউরোপীয় ইউনিয়নসহ ১৩টি দেশের রাষ্ট্রদূত এবং তাদের প্রতিনিধি ও বাংলাদেশের সামরিক প্রতিনিধিরা।

About Syed Enamul Huq

Leave a Reply