ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের রাজনীতি সম্পর্কে সর্বস্তরের মানুষের মনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেকের ধারণা সারা বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের এত উন্নয়ন হওয়া সত্ত্বেও ময়মনসিংহবাসী পিছিয়ে আছে। পাশাপাশি ময়মনসিংহ জেলার প্রায় প্রত্যেকটি উপজেলায় আওয়ামী লীগের উন্নয়নের ছোঁয়া আকাশচুম্বী। হালুয়াঘাট,ধোবাউরা, ফুলপুর তারাকান্দা,ঈশ্বরগন্জ,নান্দাইল, ত্রিশাল,গফরগাঁও, ভালুকা,ফুলবাড়িয়া, মুক্তাগাছার উন্নয়ন মানুষের চোখে পড়ার মত। যেখানে সেখানেই ছোট,বড় ব্রিজ,কালবার্টের ছড়াছড়ি। অথচ ঐ তুলনায় ময়মনসিংহের উপজেলা বিশেষ করে ব্রহ্মপুত্র নদীর উপর দিয়ে কাঁচারিতে ঘাটের ব্রিজ, জেলখানা ঘাটের ব্রিজ, খাগডহর ঘাটের ব্রিজ অতিব জরুরি থাকা সত্ত্বেও তা হচ্ছে না। অথচ এই নদী পথে নৌকা পারাপারে লক্ষ লক্ষ লোকজনের আনাগোনা। দেশ স্বাধীন হওয়ার পর থেকে কত সরকার আসলো আর গেলো কিন্তু চরাঞ্চলের মানুষের প্রাণের দাবি নদীর উপর ব্রীজ নির্মাণের। সে আশা আর পূরণ হলো না। তা আজ শুধুই স্বপ্ন।পাশাপাশি ময়মনসিংহ সিটি করপোরেশনের উন্নয়ন কিছু ড্রেন,ছোট ছোট রাস্তা আর রাস্তার পাশে ল্যাম বাতি এই হলো উন্নয়ন। তাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও ময়মনসিংহের উন্নয়নের নীতিনির্ধারক মহলের ব্যক্তিবর্গ ও সকল রাজনৈতিক দলের কাছে চরাঞ্চলের মানুষের বহুকালের স্বপ্ন,আশা পূরণ করতে উল্লেখিত ঘাটগুলোতে ব্রিজ নির্মাণের জোর দাবি জানিয়েছেন সর্বস্তরের জনগণ।