Friday , 19 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ময়মনসিংহ কোতোয়ালীতে বিট পুলিশিং কার্যক্রম সুবিধা পাবে সর্বস্তরের মানুষ

ময়মনসিংহ কোতোয়ালীতে বিট পুলিশিং কার্যক্রম সুবিধা পাবে সর্বস্তরের মানুষ

ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহর কোতোয়ালী মডেল থানার ১ নং ওয়ার্ড এর সালেহা মার্কেটে বিট পুলিশিংয়ের উঠান বৈঠক মঙ্গলবার সন্ধায় অনুষ্ঠিত হয়েছে। অটোবাইক উত্তরের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কোতোয়ালী মডেল থানার নবাগত ওসি শাহ কামাল আকন্দ এবং ওসি ওয়াজেদ আলী।এছাড়া সভায় বক্তব্য রাখেন,উক্ত এলাকার বিট অফিসার এসআই আনোয়ার হোসেন। কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকিন্দ বলেন,বিট পুলিশিং হলো,মানুষের দোর গোড়ায় পুলিশী সেবা পৌঁছে দেয়া।ছোট খাটো অপরাধের জন্য কাউকে থানায় যেতে হবেনা।প্রতিটি বিটে একজন করে পুলিশ অফিসার দায়িত্বে রয়েছেন।আর এই বিট পুলিশিং অফিসারের ফলে প্রান্তিক পর্যায়ে মানুষের ঘরের কাছেই পুলিশিং সেবা পাবে।ঐ অফিসারের কাছে অভিযোগ করা হলে তিনি এলাকায় বসে স্থানীয়দের সহায়তায় ঘটনা নিস্পত্তি করে দিবেন।আর সম্ভব না হলে আইনী ব্যবস্থা নেয়া হবে।এতে মামলার সংখ্যা অনেক কমে আসবে। পাশাপাশি জন হয়রানী এবং আর্থিক অপচয় রোধ হবে।

About Syed Enamul Huq

Leave a Reply