Thursday , 25 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
যশোরের মণিরামপুরে করোনা চিকিৎসাধীন ৭৪ জন, দু’দিনে মৃত্যু ২

যশোরের মণিরামপুরে করোনা চিকিৎসাধীন ৭৪ জন, দু’দিনে মৃত্যু ২

স্টাফ রিপোর্টার :  যশোরের মণিরামপুরে করোনা পরিস্থিতি ভয়াবহ অবস্থার দিকে যাচ্ছে । স্বাস্থ্যবিধির প্রতি তোয়াক্কা না করায় প্রতিদিন বাড়ছে রোগীর সংখ্যা। সোমবার একদিনে ২২ জনের শরীরে করোনা পজেটিভ মিলেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ তথ্য নিশ্চিত করেছেন। অপরদিকে গত দু’দিনে মণিরামপুরে করোনা উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ শুভ্রা রানী দেবনাথ জানিয়েছেন মণিরামপুরে সোমবার পর্যন্ত ৭৪ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে হাসপাতালে রয়েছেন মাত্র ৩ জন। অন্যরা বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। তিনি জানিয়েছেন জনগণ সচেতন না হলে, মণিরামপুরে খুব সহসা করোনা মহামারি আকার ধারন করবে। মশ্মিমনগর  ইউপি চেয়ারম্যান আবুল হোসেন জানিয়েছেন, শনিবার চাকলা গ্রামে জেসমিন আরা বিউটি (৫৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে করোনায় আক্রান্ত হয়ে। সোমবার পৌরসভাধীন হাকোবা গ্রামে হাসেম আলী মহলদার (৭৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে করোনা উপসর্গ নিয়ে। এ অবস্থা থেকে উত্তোরণের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউনিয়নেরর সকল জনপ্রতিনিধিকে তার নিজ নিজ এলাকায় জনগণকে সজাগ ও সচেতন করার অনুরোধ করা হয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান আমাদের প্রতিবেদক জেমস আব্দুর রহিম রানাকে বলেন, এ পরিস্থিতিতে দ্রুত উপজেলার করোনা প্রতিরোধ কমিটি মিটিং করে পরবর্তী কঠোর সিদ্ধান্ত নেয়া হবে। এদিকে মণিরামপুরে হাট-বাজারে কোথাও স্বস্থ্যবিধি মেনে চলার কোন নমুনা চোখে পড়েনি। মুখে মাস্ক নেই, সামাজিক দূরাত্ব বজায় রেখে চলাসহ কোন কিছুই মানা হচ্ছেনা। ব্যবসা প্রতিষ্ঠানগুলোতেও এসব ব্যাপারে কোন গুরুত্ব দেওয়া হচ্ছেনা বলে অভিযোগ রয়েছে। এ অবস্থা নিয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রভাষক ফারুক হোসেন বলেন, সরকার এবং রাজনৈতিকভাবে আওয়ামী লীগ জনগণকে সচেতন করার কাজ করে চলেছেন। কিন্তু জনগণ গুরুত্ব দিচ্ছেননা, যখন কারোর প্রতিবেশি আক্রান্ত হচ্ছেন কেবল সেই প্রতিবেশিরাই সাবধানতা অবলম্বন করছেন। আজকের এ ক্ষেত্রে বাঁচতে হলে সকলকে সচেতন এবং স্বস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই।

About Syed Enamul Huq

Leave a Reply