Wednesday , 24 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
যাত্রা শুরু ‘ক্যাটল স্পেশাল’ ট্রেনের
--ফাইল ছবি

যাত্রা শুরু ‘ক্যাটল স্পেশাল’ ট্রেনের

অনলাইন ডেস্ক:

ঈদুল আযহা উপলক্ষে কোরবানির পশু পরিবহনের জন্য ‘ক্যাটল স্পেশাল’ ট্রেনের যাত্রা শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।

গত শনিবার বিকেল সাড়ে ৪টায় রাজশাহীর চাপাইনবাবগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে আসে। রাত সাড়ে ৩টায় ট্রেনটির ঢাকায় পৌঁছানোর কথা।

প্রথম দিনের এই ট্রেনে চাঁপাইনবাবগঞ্জ থেকে চারটি ওয়াগনে মোট ৮০টি গরু বুক করা হয়েছে। ভাড়া বাবদ রেল আদায় হয়েছে ৪৭ হাজার ৩২০ টাকা। রাজশাহী স্টেশন থেকে ১টি ওয়াগনে ২০ গরু বুক হয়েছে। ভাড়া আদায় হয়েছে ১১ হাজার ৩৮০ টাকা। বড়াল ব্রীজ স্টেশনে ১টি ওয়াগনে  ১০০টি ছাগল বুক হয়েছে। ভাড়া আদায় হয়েছে ৯ হাজার ২৩০ টাকা।

বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ রাজশাহী স্টেশন থেকে এই ট্রেনের উদ্বোধন করেন। তিন দিনের এই বিশেষ ট্রেন সেবা সোমবার পর্যন্ত চালু থাকবে।

About Syed Enamul Huq

Leave a Reply