Friday , 14 June 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্র কোনো নির্দিষ্ট দলের পক্ষে নয় : পিটার হাস
--সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্র কোনো নির্দিষ্ট দলের পক্ষে নয় : পিটার হাস

অনলাইন ডেস্ক:

যুক্তরাষ্ট্র কোনো নির্দিষ্ট দলের পক্ষে নয় জানিয়ে বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত পিটার হাস আওয়ামী লীগ নেতাদের বলেছেন, ‘যুক্তরাষ্ট্র কোনো একটি নির্দিষ্ট দলকে সমর্থন করে না। আমরা যা সমর্থন করি তা হলো একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, যা বাংলাদেশের জনগণকে তাদের পরবর্তী সরকার বেছে নিতে দেবে।’

আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকের পর তিনি সাংবাদিকদের এসব কথা জানান।

পিটার হাস বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায়।

বৈঠক নিয়ে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘আওয়ামী লীগের সঙ্গে বৈঠকটি বিভিন্ন সংগঠনের সঙ্গে বৈঠকের একটি অংশ। আমরা নিয়মিত বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয় পরিদর্শন করছি।

এর আগে সকাল ১১টার দিকে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে যান পিটার হাস।

About Syed Enamul Huq

Leave a Reply