Sunday , 16 November 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
যেদিকে তাকাই, শুধু লাশ ভাসছে : রনি
--সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি

যেদিকে তাকাই, শুধু লাশ ভাসছে : রনি

অনলাইন ডেস্কঃ

সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি বলেছেন, জন্মলগ্ন থেকে সবচেয়ে খারাপ সময় পার করছে বাংলাদেশ। কোথাও আইন নেই, চারিদিকে শুধু লাশ। সম্প্রতি এক বেসরকারি টিভির টকশোতে হাজির হয়ে এসব কথা বলেন তিনি।

রনি বলেন, ‘আজ এই ঢাকা শহরে এতো চাপাতি, এতো অন্যায়, এতো ঘুষ, এগুলো নিয়ে আমরা কথা বলছি না।

কিশোররা রাতে গাড়ি নিয়ে বের হয়ে যাচ্ছে। তারা যেকোনো মানুষকে নির্বিচারে তারা পুলিশ হোক, আমলা হোক সবাইকে কুপিয়ে সবকিছু ছিনতাই করে নিয়ে যাচ্ছে। অসংখ্য লাশ, নদীতে ভাসছে, সমুদ্রে ভাসছে। বনে জঙ্গলে লাশ।
আমাদের বনাঞ্চল, পাহাড়ি অঞ্চল। আমাদের সমুদ্রতট, চরাঞ্চল। সব জায়গাগুলো যেন মৃত্যুকুপ হয়ে গেছে।’দেশ একটা ভয়াবহ সময় পার করছে জানিয়ে রনি বলেন, ‘এই বাংলায় গত ৫০ বছরের সবকিছু স্মরণ করতে পারি।

১৯৭১ থেকে কম আর বেশি স্মরণ করতে পারি। পেশাগতভাবে প্রায় ৪২ বছর যাবৎ বিভিন্নভাবে দেখছি রাষ্ট্রটাকে। এরকম ১টা বছর, গত ১৪ মাসের মতো এরকম সময়, এরকম দিন এরকম রাত কখনো আসেনি। যে রাত ঘুমাতে দেয় না।, যে রাত স্বপ্ন দেখতে দেয় না।
আশ্বাস দেয় না, প্রশ্বাস দেয় না। যে মানুষগুলোকে আমি সারাজীবন সান্তনা দিয়েছি। এখন সান্তনা কিভাবে দেব খুঁজে পাচ্ছি না। নিজেও যে সান্তনা দেব সেই অবস্থাও খুঁজে পাচ্ছি না।’অক্টোবর মাসকে ব্লাক অক্টোবর আখ্যায়িত করে রনি বলেন, ‘এই মুহূর্তে যা কিছু ঘটছে, এখানে যা পরিণতি হওয়ার কথা ছিল সেই পরিণতিগুলোই ঘটছে। সারা দেশের মানুষের কি ধরনের অনুভূতি আবেগ সেটা বড় ব্যাপার না। আমি ব্যক্তিগতভাবে বলেছি ব্লাক অক্টোবর। কারণ, প্রকৃতিগত ভাবে মানুষের মুখ দিয়ে কতকিছু বের হয়ে যায়। প্রকৃতি মানুষের মুখ দিয়ে তা বের করে ফেলে। সেটাই ঘটে।’

About Syed Enamul Huq

Leave a Reply