অনলাইন ডেস্কঃরমজান মাসে দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকা মহানগরীর সব সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।বুধবার (৫ মার্চ) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। এতে বলা হয়, রমজানে দুপুর ২টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকা মহানগরীর সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখতে হবে।এ বিষয়ে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব ফারহান নূর কালের কণ্ঠকে বলেন, রমজান মাসে মানুষের দুর্ভোগ ও যানজট এড়ানোর জন্য যদি সরকার এই সিদ্ধান্ত নিয়ে থাকে তাহলে আমরা এটাকে স্বাগত জানায়। একইসঙ্গে সড়কে যানজট কমাতে অন্যান্য উদ্যোগগুলোও নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।